উত্তরদিনাজপুর

খিচুড়ি প্রসাদ খেয়ে অসুস্থ প্রায় ৭০ থেকে ৮০ জন গ্রামবাসী, ৮ জনের অবস্থা আসঙ্খাজনক

নববর্ষের দিন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের গচিনগর গ্রামে নেমে আসলো বিশাদের ছায়া ।এদিন  পয়লা বৈশাখ উপলক্ষ্যে রাতে নাম সংকৃর্তনের আয়জন করা হয়েছিল। এবং সেই উপলক্ষে  খিচুড়ি প্রসাদ খাওয়ার আয়োজন করা হয়। আর সেই প্রসাদ খেয়ে অসুস্থ প্রায় ৭০ থেকে ৮০ জন গ্রামবাসী।  এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, রবিবার  সকাল থেকে প্রসাদ খাওয়া গ্রামবাসীদের মধ্যে নানা  উপসর্গ দেখা দেওয়ায় আতঙ্কের সৃষ্টি হয়। দলে দলে অসুস্থ গ্রামবাসীরা স্থানীয় লোধন স্বাস্থ্য কেন্দ্রে আসে। এখন পর্যন্ত ৭০-৮০ জনকে লোধন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অসুস্থদের মধ্যে আট জনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই জেলা শাসকের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছান জেলা স্বাস্থ্য দপ্তরের বিশেষ দল। তাদের পর্যবেক্ষণে চলছে চিকিৎসা ব্যাবস্থা। অতিরিক্ত মূখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল বিশ্বাস জানান  খিচুড়ি প্রসাদ খাবার পর থেকে একে একে গ্রামবাসিরা অসুস্থ্য হতে থাকে তাদের উদ্ধার করে লোধন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় । তাদের মধ্যে ৮ জনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। ইসলামপুর থেকে মেডিক্যাল টিম এসেছে। খুচুরি পরীক্ষা করার জন্য পাঠানো হবে পরীক্ষা কেন্দ্রে।